রংপুরে কৃষক হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
রংপুরের পীরগাছায় কৃষক আবুল কাশেমকে হত্যার দায়ে প্রধান আসামি হাসেন আলীকে মৃত্যুদণ্ড এবং অপর পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় দেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ২৩ জুলাই পীরগাছা উপজেলার ছোট জিলিয়া গ্রামে গাদু ফকিরের ছেলে আবুল কাশেমকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের হাসেন আলীর নেতৃত্বে তাঁর সহযোগীরা কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই সামসুল আলম বাদী হয়ে পীরগাছা থানায় ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলায় ১৩ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে আসামি হাসেন আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ এবং অপর পাঁচ আসামি হানিফ মিয়া, রাজু, সালাম, শহিদুল ও রেহেনা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। অপর চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ফারুখ মোহাম্মদ রেয়াজুল করিম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল হক প্রামাণিক।