মেহেরপুরে ট্রাকচাপায় দুজন নিহত
মেহেরপুর সদর উপজেলায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার বিকেলে দ্রুত গতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়। ট্রাক দুটি আটক করেছে পুলিশ। নিহতরা হলেন কুতুবপুর গ্রামের কামাল উদ্দীন (৭০) ও ধানখোলা গ্রামের আঞ্জিরা খাতুন (৫০)।
প্রত্যক্ষদর্শী গাংনী বাস স্ট্যান্ডের চা বিক্রেতা কামরুল ইসলামের জানান, কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ড ১১-৪৪৭৮) দ্রুত বেগে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইসাইকেল ও একটি শ্যালো ইঞ্জিনচালিত নছিমনকে ধাক্কা দেয়। এতে নছিমনের কাছেই দাঁড়িয়ে থাকা আঞ্জিরা খাতুন মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
হাটবোয়ালিয়া এলাকায় মেয়ের বাড়িতে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় তিনি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন বলে জানিয়েছে আঞ্জিরার পরিবার।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে। পরে বাসস্ট্যান্ড থেকে আঞ্জিরা খাতুনের মরদেহ থানায় নেওয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, বিকেলে মেহেরপুর-কাথুলী সড়কের কুলবাড়িয়া বাজারে শৈলমারী গ্রামের পথচারী কামাল উদ্দীনকে একটি দ্রুত গতির ট্রাক (ঢাকা মেট্রো ট ১১-৬৫০০) চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় ট্রাকটি ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ট্রাকটিকে আটক করে। ট্রাক ও মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।