হবিগঞ্জে জেএমবিপ্রধানসহ পাঁচজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ
হবিগঞ্জে সিরিজ বোমা বিস্ফোরণের মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পাঁচ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেএমবিপ্রধান মাওলানা সাইদুর রহমানসহ পাঁচ আসামিকে হবিগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল ২-এর বিচারক মাহফুজা পারভীনের আদালতে হাজির করা হয়।
আদালতে একজন সাক্ষী সাক্ষ্য দেন। হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুরপাড় এলাকার তমা ক্লথ স্টোরের ব্যবস্থাপক কৃষ্ণ দেব তাঁর সাক্ষে আদালতকে বলেন, পুলিশ যখন মামলার আসামি জেএমবিপ্রধান মাওলানা সাইদুর রহমানের ছেলে জেএমবির তথ্যপ্রযুক্তি (আইটি) বিশেষজ্ঞ এ এইচ এম শামীমের দোকান থেকে কম্পিউটার, সিডি ক্যাসেট ও জেএমবির প্রচারপত্র জব্ধ করে তখন তিনি ঘটনাস্থলে ছিলেন। তিনি এসব মালামাল জব্ধ তালিকার একজন সাক্ষী।
এ সময় আদালতে হাজির ছিলেন সাইদুর রহমান, সাইদুরের ছেলে এ এইচ এম শামীম, আজিজুল ইসলাম গাজী ওরফে আজিজ, হাফেজ হুজাইফা ওরফে ওবাইদুল্লাহ ও বেলাল হোসেন ওরফে তামীম। মামলার পরবর্তী তারিখ ৯ আগস্ট ধার্য করা হয়েছে।
২০০৫ সালের ১৭ আগস্ট হবিগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়সহ পাঁচটি স্থানে একাধিক বোমা বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পাঁচটি মামলা করে।