হোসি কোনিও হত্যা : সাতজনের বিচার শুরু
রংপুরে জাপানি নাগরিক হোসি কোনিও হত্যা মামলার সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
আজ মঙ্গলবার দুপুরে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ আদেশ দেন। এর মধ্য দিয়ে এ হত্যা মামলার বিচার শুরু হলো।
একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী বছরে ৪ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত।
রংপুর বিশেষ জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক জানান, গত ৭ আগস্ট তদন্ত কর্মকর্তারা এই মামলায় জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আট সদস্যের বিরুদ্ধ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এর মধ্যে জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানাসহ পাঁচজন কারাগারে আটক রয়েছেন। পলাতক তিনজনের মধ্যে নজরুল ইসলাম ওরফে বাইক হাসান রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।
গত বছরের ৩ অক্টোবর রংপুরের আলুটারী গ্রামে জাপানি নাগরিক হোসি কোনিওকে দুর্বৃত্তরা গুলি করে ও কুপিয়ে হত্যা করে।