জাপা এমপির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা হত্যা মামলা
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে একজন মুক্তিযোদ্ধা কমান্ডারকে হত্যার অভিযোগ এনে জাতীয় পার্টির সংসদ সদস্য আলহাজ এম এ হান্নানের বিরুদ্ধে ময়মনসিংহের একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমানের স্ত্রী রহিমা খাতুন (৭০) বাদী হয়ে ময়মনসিংহের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে মামলাটি দায়ের করেন। বিচারক আহসান হাবীব বাদীর জবানবন্দি শেষে মামলাটির পরবর্তী কার্যক্রমের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দিয়েছেন।
urgentPhoto
বাদীপক্ষের আইনজীবী পীযূষ কান্তি সরকার ও মোয়াজ্জেম হোসেন বাবুল এনটিভি অনলাইনকে জানান, এ মামলায় ত্রিশাল উপজেলা থেকে নির্বাচিত জাপা (এরশাদ) সংসদ সদস্য এম এ হান্নান ছাড়াও তাঁর সহযোগী মো. ফকরুজ্জামান (৬৪) ও গোলাম রব্বানীকে (৬৮) আসামি করা হয়েছে। মামলায় মুক্তিযোদ্ধা কামাল পাশা, হামিদুর রহমানসহ আটজনকে সাক্ষী করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৯৭১ সালের ৯ আগস্ট বিকেলে ত্রিশাল উপজেলার বৈলর মুনসিপাড়ার ওসমান আলীর ছেলে মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমানকে এম এ হান্নান ও তাঁর সহযোগীরা পাশের গৌরীপুর থানার ভাংনামারির চর থেকে ধরে আনেন। পরে ময়মনসিংহের নতুন বাজারে তাঁর বাসার টর্চার সেলে প্রথমে আব্দুর রহমানকে চোখ উপড়ে ফেলে হাত ভেঙে দিয়ে হান্নান নিজে গুলি করে হত্যা করেন। হত্যার পর তাঁর বাড়িতে গিয়ে লুটপাট-ভাঙচুর-অগ্নিসংযোগ করা হয়।
‘এ ছাড়া মুক্তিযুদ্ধ চলাকালে শহরতলীর মাইজবাড়ী এলাকার বাসিন্দা আতাউর রহমান আতা, কাঁচিঝুলী এলাকার টেপা মিয়ার ছেলে দারা, চরপাড়ার আব্দুল খালেকের ছেলে রমজান, একই এলাকার নিজাম, আকুয়া হাজীবাড়ীর সুরুজ, খন্দকার আব্দুল আলী রতনকে গুলি করে হত্যা করে ব্রহ্মপুত্র নদে লাশ ফেলে দেয় আসামিরা।’
আসামিরা রাজাকার বাহিনীর সহায়তায় ময়মনসিংহ অঞ্চলে ব্যাপক গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, অগ্নি-সংযোগসহ ব্যাপক ধ্বংসযজ্ঞ চালান বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
জাতীয় পার্টির সংসদ সদস্য আলহাজ এম এ হান্নান। ফাইল ছবি