ঠাকুরগাঁওয়ে নারীকে কুপিয়ে হত্যার চেষ্টা, যুবক আটক
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় এক নারীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার রাজাগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।
আহত আনোয়ারা রাজাগাঁও গ্রামের সাদেকুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। তাঁকে মুমূর্ষু অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে
আটক হারুন সাদেকুলের প্রথম স্ত্রীর ছেলে।
রাজাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারুল ইসলাম সরকার জানান, ১৫ দিন আগে সাদেকুল আনোয়ারাকে দ্বিতীয় বিয়ে করেছেন। দুদিন আগে তাঁকে সাদেকুল নিজ বাড়িতে নিয়ে আসেন।
এ নিয়ে আজ সকালে প্রথম স্ত্রী ও সন্তানদের সঙ্গে ঝগড়া বাঁধে সাদেকুলের। এর একপর্যায়ে হারুন তাঁর সৎ মা আনোয়ারাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এতে আনোয়ারার হাত-পায়ের রগ কেটে যায় এবং মাথায় আঘাত লাগে। পরে স্থানীয়রা আনোয়ারাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক সুরেন্দু নাথ জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আনোয়ারার অবস্থা আশংকাজনক।
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহারিয়ার জানান,পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে হারুনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।