ঠাকুরগাঁওয়ে আখশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি
ঠাকুরগাঁও চিনিকলের অধীনে বাণিজ্যিক ও পরীক্ষামূলক খামার শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। তারা বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) শ্রমিকদের মতো মজুরির দাবি জানিয়েছে।
আজ রোববার সকালে ‘ইক্ষু খামার শ্রমিক’-এর ব্যানারে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন শ্রমিক আন্দোলন কমিটির সভাপতি ফয়েজ আলী, সাধারণ সম্পাদক সুজন, মোইলেন চন্দ্র, রাজেন, তপন প্রমুখ।
বক্তারা এ সময় অভিযোগ করে বলেন, আট ঘণ্টা কাজ করে এখানে একজন শ্রমিক পান ১৬৫ টাকা। এই টাকা দিয়ে একজন শ্রমিকের পক্ষে সংসার চালানো কঠিন। তারা অবিলম্বে দৈনিক হাজিরা ৪২০ টাকায় উন্নীত করার দাবি জানান।
চিনিকলের আওতায় আটটি খামারের শ্রমিকরা মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে শ্রমিকরা শহরে মিছিল বের করে ।