প্রধানমন্ত্রীকে প্রশংসাপত্র দিল মার্কিন বিশ্ববিদ্যালয়
কৃষিতে সাফল্য ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ গড়ে তুলতে ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়। আজ বুধবার নিউ ইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেখা করে তাঁর হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
বার্ত সংস্থা ইউএনবি জানিয়েছে, কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডেভিড জে স্করটন স্বাক্ষরিত প্রশংসাপত্রটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন রনি কাফম্যান। প্রশংসাপত্রে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য বাংলাদেশের কৃষি ক্ষেত্রে শেখ হাসিনার অবদান ও কৃষিতে তথ্যপ্রযুক্তির ব্যবহারে আগ্রহের ভূয়সী প্রশংসা করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বলেন, তাঁর সরকারের নানাবিধ বাস্তব ও যুগোপযোগী সিদ্ধান্তের কারণে পর্যাপ্ত খাদ্যশস্য উৎপাদন সম্ভব হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘এখন তাঁর সরকারের মূল লক্ষ্য হচ্ছে ১৬ কোটি মানুষের পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করা।’
কর্নেল বিশ্ববিদ্যালয় বিটি বেগুনের জিন-মানচিত্র আবিষ্কার করেছে। সেটির প্রযুক্তি বাংলাদেশ অ্যাগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটে (বিএআরআই) দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী এ জন্য কর্নেল বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানান।