মন্দির কমিটি নিয়ে দ্বন্দ্ব, প্রতিমা ভাঙচুর!
রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুরে রাধা গোবিন্দ মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোমবার রাতে দুর্বৃত্তরা মন্দিরের বেশ কয়েকটি প্রতিমা ভাঙচুর করেছে। সকালে এ ঘটনা দেখে মন্দিরের সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র রায় ওই এলাকার দিলীপ রায় ও রবিন রায়ের নাম উল্লেখ করে ১০ জনের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
পুলিশের ধারণা, মন্দির কমিটির দ্বন্দ্বের জের ধরেই এ ঘটনা ঘটেছে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান বলেন, মন্দিরটি নিয়ে বেশ কিছুদিন ধরে আগের কমিটির সঙ্গে বর্তমান কমিটির দ্বন্দ্ব চলছে। এ ব্যাপারে থানায় মামলাও রয়েছে। এই বিরোধের জের ধরেই প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে থাকতে পারে।