পাঁচ লাখ পোনা আটক, ২৫ হাজার টাকা জরিমানা
বরগুনা সদরে পাঁচ লাখ রেণুপোনা আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত পাঁচজনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার রাতে শহরের টাউন হল ব্রিজের উত্তরপারের একটি ট্রাক থেকে এসব রেণুপোনা আটক করা হয়।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন এনটিভি অনলাইনকে জানান, আটজন কারবারি এসব রেণুপোনা ট্রাকে করে সাতক্ষীরায় নিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে পুলিশ পাঁচজনকে আটক করেছে। বাকিরা পালিয়ে যায়।
বুধবার সকালে ম্যাজিস্ট্রেট ওয়াসিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। আটক রেণুপোনা সকালে নদীতে ছেড়ে দেওয়া হয়েছে বলে উপজেলা মৎস্য কর্মকর্তা।