ফরিদপুরে ভাষাসৈনিক গোলাম আকবরের মৃত্যুবার্ষিকী পালিত
ভাষাসৈনিক ও কলাম লেখক গোলাম আকবর চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ বুধবার ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পালিত হয়েছে। আকবর চৌধুরীরর আরো পরিচয় হলো তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী।
গোলাম আকবর চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল, বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনা। বিকেলে দলীয় কার্যালয়ে মরহুমের বর্ণাঢ্য জীবনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুস সোবহান মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সহসভাপতি কাইমুদ্দিন মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মানোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মঈদুল ইসলাম লিখন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম তালুকদার, শহর যুবলীগের সভাপতি নিমাই সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মীর আল-আমিন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরান প্রমুখ।