ঠাকুরগাঁওয়ে বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে সীমান্তের ৩৩৮ নম্বর পিলারসংলগ্ন এলাকায় সীমান্তরক্ষী বাহিনীদ্বয়ের মধ্যে এ বৈঠক হয়।
এ বৈঠকে ঠাকুরগাঁও ৩০ বিজিবির পরিচালক লে. কর্নেল তুষার বিন ইউনুসসহ ২০ সদস্যের প্রতিনিধিদল এবং ভারতের ফুলবাড়ী ক্যাম্পের ব্যাটালিয়ন কমান্ডার আশুতোষসহ ১২ সদস্যের প্রতিনিধিদল উপস্থিত ছিল।
টানা এক ঘণ্টা বৈঠক শেষে ঠাকুরগাঁও ৩০ বিজিবির পরিচালক লে. কর্নেল তুষার বিন ইউনুস জানান, সীমান্তে হত্যা এবং নির্যাতন ও অপরাধমূলক কার্যক্রম রোধে দুই দেশের পক্ষ থেকে এলাকার মানুষকে সচেতন করা হচ্ছে, যার ফলে এ ধরনের কার্যক্রম কমে এসেছে।
আগামীতেও দুই দেশের সীমান্তে এমন সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে দাবি করেন তিনি।
এ ছাড়া বিজিবি ও বিএসএফের সদস্যরা কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে দুই দেশের মধ্যে নিকটতম চিকিৎসাকেন্দ্রে তাঁরা চিকিৎসা নিতে পারবেন বলেও নিশ্চিত করেন তিনি।