ভাণ্ডারিয়ায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার তেলিখালী গ্রামে গতকাল শনিবার রাতে আমির গাজী (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আবু যাহিদ জানান, তেলিখালী গ্রামের বাড়িতে ফেরার পথে শনিবার রাত ৯টার দিকে আমির গাজীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, নিহত আমিরের সঙ্গে তাঁর প্রতিবেশীর জমিজমা নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।