স্ত্রীকে মারধরের পর ঘুমন্ত সন্তানকে হত্যা!
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ইসলামবাগে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে নির্যাতনের পর ঘুমন্ত ছেলেকে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।
নিহত ছেলের নাম হাছিব মৃধা (১৪)। সে এ বছর জেএসসি পরীক্ষায় অংশ নেয়। ছেলেকে হত্যার অভিযোগে পুলিশ তার বাবা মো. লাবলু মৃধাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, আজ সকাল ৫টায় গলাচিপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ইসলামবাগে স্ত্রী সামসুন্নাহার আলো বেগমের সঙ্গে স্বামী মো. লাবলু মৃধার ঝগড়া হয়। লাবলু স্ত্রীকে মারধর করে মাথা ফাটিয়ে দেন। একপর্যায়ে ঘুমন্ত সন্তান মো. হাছিব মৃধার (১৪) মাথায় পাটার শিল (পুতা) দিয়ে আঘাত করেন লাবলু। সঙ্গে সঙ্গে হাছিব মৃধা মারা যায়। স্থানীয় লোকজন লাবলুকে ধরে গলাচিপা থানায় পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ এসে লাশ উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় সামসুন্নাহার আলো বেগম স্বামীর বিরুদ্ধে গলাচিপা থানায় একটি হত্যা মামলা করেছেন। সামসুন্নাহারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।