ধর্মঘটে চারদিন ধরে অচল মংলা বন্দর
কাস্টমস কর্তৃপক্ষের ‘হয়রানির প্রতিবাদে’ মংলা কাস্টমস সিঅ্যান্ডএফ কর্মচারী ইউনিয়নের প্রায় দেড় হাজার কর্মচারী টানা চতুর্থ দিন ধর্মঘট পালন করছেন। ধর্মঘটের কারণে আজ শনিবারও মংলা বন্দরের পণ্য আমদানি-রপ্তানির কাজ বন্ধ রয়েছে।
মংলা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনে সভাপতি সুলতান হোসেন খান জানান, কর্মচারীদের এই ধর্মঘটের সাথে আজ খুলনা শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন ও বাগেরহাট চেম্বার একাত্মতা ঘোষণা করেছে। আগামী দুদিনের মধ্যে দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন-কর্মসূচির ঘোষণা করা হবে।
সিঅ্যান্ডএফ কর্মচারী ইউনিয়নের নেতাদের অভিযোগ, মংলা কাস্টমস কর্তৃপক্ষ আমদানি-রপ্তানির মালামাল একাধিকবার পরীক্ষা-নিরীক্ষার নামে অহেতুক সময়ক্ষেপণ ও হয়রানি করছে। পরীক্ষা-নিরীক্ষার নামে সময় নষ্ট করার ফলে পণ্যের গুণগতমান নষ্ট, আমদানি ও রপ্তানি কাজে ব্যাঘাত সৃষ্টি হওয়াসহ ব্যবসায়িক ক্ষতি, সরবরাহকারীদের বীমা ঝুঁকি এবং বন্দরের শ্রমিকদের আর্থিক ক্ষতির মধ্যে পড়তে হচ্ছে।
এ ছাড়া নির্ধারিত সময়ে মালামাল সরবরাহ করতে না পারায় মংলা বন্দর ব্যবহারকারীরা চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে দাবি করেন নেতারা।
এদিকে, একাধিকবার পরীক্ষা-নিরীক্ষার নামে হয়রানি বন্ধের দাবিতে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন কর্মচারী ইউনিয়নের নেতারা।
অ্যান্ডএফ কর্মচারী ইউনিয়নের সদস্যরা গত বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেন।