অতিথি তালিকা থেকে জাপা এমপিকে বাদ
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে তিনদিনের অনুষ্ঠানমালার অতিথি তালিকা থেকে বাদ পড়লেন জাতীয় পার্টির (জাপা, এরশাদ) প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য এম এ হান্নান।
প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির তালিকায় ৬ নম্বরে রয়েছে জাপার উপজেলা সভাপতি সুরুজ আলী মণ্ডলের নাম। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে অতিথি ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি এবং সমাপনী দিনে অতিথি জাপা গ্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ফখরুল ইমাম।
এ বিষয়ে জাতীয় পার্টি ত্রিশাল উপজেলার সভাপতি সুরুজ আলী বলেন, ‘আমি অতিথি হিসেবে আছি। সেহেতু দলীয় সংসদ সদস্য অনুষ্ঠানে না থাকা দৃষ্টিকটু বা অশোভন নয়।’ তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘যেহেতু তার নামে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আদালতে উত্থাপিত হয়েছে, সম্ভবত সে কারণেই তাঁকে অতিথি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।’
এ বিষয়ে সংসদ সদস্য এম এ হান্নানের প্রতিক্রিয়া জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।