অবৈধ পথে যারা যাচ্ছে তাদেরও বিচার হবে : প্রধানমন্ত্রী
অবৈধভাবে সমুদ্রপথে যারা বিদেশ যাত্রা করছে আর যারা তাদের সহায়তা করছে তাদের উভয়কেই বিচারের মুখোমুখি করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি এ নির্দেশ দেন।
urgentPhoto
সরকারি কাজ আরো বেশি গতিশীল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করছেন। এটা তাঁর বর্তমান মেয়াদে দ্বিতীয়বার এই মন্ত্রণালয়ে আসা। এখানে এসে কর্মকর্তাদের উদ্দেশে রাখা সূচনা বক্তব্যে তিনি আফসোস করে বলেন, এত সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরও কেন শ্রমিকরা অবৈধ পথে বিদেশে পাড়ি দিয়ে হয়রানির শিকার হচ্ছে।
তিনি বলেন, ‘কেন যে এভাবে যাচ্ছে। সবাই যে অভাবের তাড়নায় যাচ্ছে তা না। মনে হচ্ছে সোনার খনির পেছনে ছুটছে। মানসিক অসুস্থ হয়ে যাচ্ছে মানুষের : বাইরে যেতে হবে, আর গেলেই যেন মেলা টাকা পাবে। তারপর তার জীবনটা যাচ্ছে। আমি মনে করি, শ্রম মন্ত্রণালয়ের একটা উদ্যোগ নেওয়া উচিত একটা প্রচার-প্রচারণা চালানোর যে, এভাবে দালাল ধরে দালালদের টাকা দিয়ে তো যাওয়ার প্রয়োজন নেই। এবং এটা একটা ব্যবস্থা নিতে যারা ইলিগ্যালি যাবে দালালদের মতো তাদেরকেও শাস্তি পেতে হবে। কারণ আমাদের দেশের সুনামও ক্ষুণ্ণ করছে এবং নিজের জীবনও বিপন্ন করছে।’
শ্রমিকদের কল্যাণে বর্তমান সরকারের নেওয়া কার্যক্রমের কথা তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করে শ্রম আইন সংশোধন করা হয়েছে। আন্তর্জাতিক আইনগুলোর সাথে সামঞ্জস্য রেখে দেশের শ্রম আইনগুলোকে যুগোপযোগী করার কথাও জানান তিনি। সরকারের উন্নয়ন কাজের গতি বাড়ানোর জন্য কর্মকর্তাদের তাগিদ দেন তিনি।