মেহেরপুরে হাসপাতাল রক্ষায় মানববন্ধন
মেহেরপুর জেনারেল হাসপাতালে ২৫০ শয্যার ভবন নির্মাণ, শূন্য পদে চিকিৎসক নিয়োগ, প্রয়োজনীয় ওষুধ সরবরাহ, পরীক্ষাগার চালুসহ বিভিন্ন দাবিতে আজ রোববার হাসপাতালের সামনের সড়কে মানববন্ধন করেছে স্থানীয় লোকজন।
সকাল ১০টার দিকে হাসপাতাল বাঁচাও আন্দোলন ফোরাম আয়োজিত মানববন্ধনে বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন হাসপাতাল বাঁচাও আন্দোলন ফোরামের আহ্বায়ক রাহিনুর জামান পলেন, সাংবাদিক রফিক-উল আলম, তুহিন আরণ্য, মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন মিরু প্রমুখ।
মেহেরপুর জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেকে বাড়িয়ে বছর খানেক আগে ২৫০ শয্যায় রূপান্তর করার অনুমোদন দেয় স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু এখনো অতিরিক্ত চিকিৎসক নিয়োগ ও ওষুধ বরাদ্দ দেয়নি। নির্মিত হয়নি নতুন ভবনও।