ধানক্ষেতে পত্রিকা বিক্রেতার গলা কাটা লাশ
রংপুর নগরীর কুকরুল বিল এলাকায় নুরুজ্জামান বাবু (৩০) নামের এক পত্রিকা বিক্রেতার গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাত ১২টার পর ধানক্ষেত থেকে বাবুর লাশ উদ্ধার করে পুলিশ।
বাবু নগরীর ৯ নম্বর ওয়ার্ডের প্রয়াত মনির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, নিহত বাবু সংবাদপত্র বিক্রির পাশাপাশি কৃষিকাজ করতেন। বুধবার বিকেলে বাড়ির অদূরে নিজ জমির ধান কাটতে গিয়েছিলেন তিনি। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় স্বজনরা তাকে খুঁজতে থাকেন। একপর্যায়ে রাত ১১টার দিকে ওই ধানক্ষেতের মধ্যে তাঁর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রাত ১২টার পর বাবুর লাশ উদ্ধার করে।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম জানান, বাবুর মাথা, কাঁধ ও হাতে জখমের চিহ্ন আছে। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে, তা এখনো জানা যায়নি।