নাটোরে কারা হেফাজতে আসামির মৃত্যু
নাটোরে কারা হেফাজতে পুলিশ ফাঁড়িতে হামলা ও হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
নিহত আজিজুল ইসলামের বাড়ি জেলার সিংড়া উপজেলার বামিহাল গ্রামে।
জেলা কারাগারের জেলার আল আমিন জানান, ২০০৫ সালে সিংড়া উপজেলার বামিহাল পুলিশ ফাঁড়িতে হামলা করে তিনজনকে হত্যা ও অস্ত্র লুটের ঘটনায় বিচারাধীন মামলায় কারাগারে অন্তরীণ ছিলেন আজিজুল ইসলাম। গতকাল রাত সাড়ে ৮টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতে সেখানেই মৃত্যু হয় তাঁর।