১৩২ দোকান পুড়ে ছাই, ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি
বরগুনা পৌর সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩২টি দোকান পুড়ে ২০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিটি। ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক অনুদানের জন্যে বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের কাছে ২০ লাখ টাকা অনুদান চাওয়া হয়েছে বলে জানা গেছে।
বরগুনার জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল থেকেই ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে তদন্তকারী দল। সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত পুড়ে যাওয়া ১৩২টি দোকানঘরের নাম-ঠিকানা পাওয়া গেছে। তিনি আরো জানান, এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ কোটি টাকারও বেশি হতে পারে বলে তথ্য পাওয়া গেছে।
অন্যদিকে সারা জীবনের সঞ্চয় দিয়ে তিল তিল করে গড়ে তোলা এসব ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যাওয়ায় নিঃস্ব এখন দেড় শতাধিক ব্যবসায়ী। নিঃস্ব হয়ে যাওয়া এমন একজন ব্যবসায়ী মেসার্স হাওলাদার ট্রেডিংয়ের আসাদুজ্জামান মিল্টন জানান, ইলেকট্রনিক পণ্যের ব্যবসা করতেন তিনি। জীবনের যা সঞ্চয় ছিল, তার সবটুকুই এই দোকানের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, তাঁর একারই প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।
এ ছাড়া আগুনে বরগুনার ঐতিহ্যবাহী হোটেল বে অব বেঙ্গল সম্পূর্ণ পুড়ে গেছে। হোটেল মালিক আবদুল কুদ্দুস খান বলেন, ‘জীবনের সঞ্চিত সব অর্থ দিয়ে এই হোটেল করেছি। হোটেলের আবাসিক অনাবাসিক সব কিছু শেষ হয়ে গেছে।’ এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
অগ্নিকাণ্ডে বরগুনা পৌর সুপার মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত বরগুনা ক্যাবল নেটওয়ার্কের বেশ কিছু সরঞ্জাম নষ্ট হয়ে গেছে, যার মূল্য প্রায় তিন লাখ টাকা হবে বলে বরগুনা ক্যাবল নেটওয়ার্ক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শংকর রায় দাবি করেন।
এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য সোমবার রাতেই অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকৌশলী মো. আবদুল্লাহকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী কমিশনার (ভূমি) মুহম্মদ ইব্রাহীম, সহকারী কমিশনার সাজেদুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক এবং ফায়ার সার্ভিস বরগুনার উপসহকারী পরিচালক মনোরঞ্জন সরকার।
গতকাল রাত সোয়া ১০টার দিকে বরগুনা পৌর সুপার মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় দেড় শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। দেড় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।