ডেমরায় ব্যবসায়ীর চোখ উপরে ফেলায় ৫ আসামির যাবজ্জীবন

রাজধানীর ডেমরার বড় ভাঙ্গা এলাকায় ১৬ বছর আগের ব্যবসায়ী রাজীবুল আলম রাজীবকে অপহরণ করে দুই চোখ উপরে ফেলার মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।আজ রোববার (১ ডিসেম্বর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামির ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।যাবজ্জীবন...