মুন্সীগঞ্জে ২ ইটখোলাকে জরিমানা
মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষি জমি থেকে মাটি কেটে ইট তৈরির অপরাধে দুই ইটখোলাকে সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত আজ মঙ্গলবার (৩০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে উপজেলার কুচিয়ামোড়া গ্রামের নসিব ব্রিক ফিল্ড ও বিক্রমপুর ব্রিক ফিল্ডকে এই জরিমানা করেন।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এন কে এ সিদ্দিকী জানান, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার কুচিয়ামোড়া গ্রামের ইটখোলায় অভিযান চালানো হয়। এ সময় কৃষি জমি থেকে মাটি কেটে ইট তৈরির অপরাধে নসিব ব্রিক ফিল্ডের ম্যানেজার হাজি মো. রুবেলকে (৪০) দুই লাখ টাকা এবং বিক্রমপুর ব্রিক ফিল্ডের ম্যানেজার মো. কবিরকে (৪০) আড়াই লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুস সামা।