যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের গ্রেপ্তার চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
আইনবহির্ভূত কোনো কর্মকাণ্ডের বিষয়ে অভিযোগ ও মামলা হলে বিএনপির নেতাকর্মীদের ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ শুক্রবার (২ মে) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাগো হিন্দু পরিষদ আয়োজিত গুণীজন ও মুক্তিযুদ্ধোদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
স্বররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি আবারো ২০১৪-১৫ সালের মতো জ্বালাও পোড়াও শুরু করার চেষ্টা করছে।’ আইনবহির্ভূত এসব কর্মকাণ্ডের বিষয়ে অভিযোগ ও মামলা হলে দলটির নেতাকর্মীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।
বর্তমানে সহিংস রাজনীতি সারা বিশ্বেই অচল জানিয়ে সুস্থ ও জনগনের জানমালের ক্ষতিকর কর্মসূচি পরিহারের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যেকোনো উপায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কথাও বলেন তিনি।
জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড পালনের বিষয়ে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি জানিয়ে মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আরও আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।’