নাটোরে রেলস্টেশন ভাঙচুর : ২০০ জনের বিরুদ্ধে মামলা
নাটোরের আজিমনগর রেলস্টেশন অবরোধ, ভাঙচুর ও সহকারী স্টেশন মাস্টারকে মারধরের ঘটনায় ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে আটক হওয়া চারজনের নাম মামলায় উল্লেখ করে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার (৫ জুন) গ্রেপ্তারদের পাবনার আদালতে হাজির করা হবে বলে জানায় রেল পুলিশ।
গতকাল রোববার (৪ জুন) রাতে আজিমনগর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আমিনুল ইসলাম বাদী হয়ে ঈশ্বরদী জিআরপি থানায় এ মামলা করেন।
অবরোধের সময় আটক আন্দোলনের সমন্বয়ক নাদিম আলমসহ চারজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব।
রোববার থেকে চালু হয় ঢাকা-চিলাহাটি রুটে নতুন আন্তঃনগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেস। নাটোরের লালপুর উপজেলার আজিমনগর স্টেশনে এই ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ওইদিন দুপুরে আন্দোলনে নামেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অবরোধের সময় আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ওই স্টেশনে অবরোধ উপেক্ষা করে স্টেশন অতিক্রম করে। এতে অল্পের জন্য রক্ষা পান বহু মানুষ। পরে ক্ষুব্ধ হয়ে স্টেশনে হামলা চালান অবরোধকারীরা।