মক্কায় আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
সৌদি আরবের মক্কায় হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জুন) বিষয়টি নিশ্চিত করে মক্কায় বাংলাদেশ হজ কার্যালয়।
সদ্য প্রয়াত দুই হজযাত্রী হলেন—মো. শহিদুল আলম (৬৭)। তিনি পঞ্চগড় রাধানগরের বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর–এ০৩৫৩২০৯৭। অপরজন রোকেয়া বেগম (৬২)। তিনি আদমদীঘি বগুড়ার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর–এ০৫১০২৮৮৪।
সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মক্কায় সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে পাঁচজন পুরুষ ও দুজন নারী।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৬২ হাজার ২০৯ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা নগরীতে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫২ হাজার ৮৫৯ জন সৌদি আরব গিয়েছেন। চাঁদ দেখা যাওয়ার সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।