কুমিল্লায় পুলিশ-যুবদল সংঘর্ষের ঘটনায় ৮৯ জনের বিরুদ্ধে মামলা
কুমিল্লা শহরে গত শুক্রবার বিএনপির মিছিলে যুবদলের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দলটির ৮৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ওই দিন দুপুরে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নাকে গ্রেপ্তারের প্রতিবাদে যুবদলের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে কোতোয়ালি মডেল থানার এসআই খাজু মিয়া বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৭০ জনকে আসামি মামলাটি করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান তথ্য নিশ্চিত করেছেন।
মামলাযর আসামিদের মধ্যে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, সদস্য সচিব রমন হাসান, আদর্শ সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম রয়েছেন।
জানা গেছে, শুক্রবার বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ লাঠিচার্জ করে, এতে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষে বিএনপির ২০ নেতাকর্মী আহত হন বলে দাবি করা হয়। আর সংঘর্ষের ঘটনায় পুলিশ ১০ নেতাকর্মীকে আটক করে।