কোরবানির পশুবাহী গাড়ি থামালেই ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। মুসলমান ধর্মালম্বীদের এই উৎসবকে ঘিরে রাজধানীসহ সারাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায় পশুবাহী গাড়ি। সড়ক ও মহাসড়কে এসব গাড়ি থামিয়ে চাঁদা নেওয়া হয় বলে অনেক অভিযোগ পাওয়া যায়। এবারের ঈদে পশুবাহী যান থামালেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ রোববার (১৮ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এই হুঁশিয়ারির কথা জানান।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বিভিন্ন জায়গায় সড়ক ও মহাসড়কে কোরবানির পশুবাহী ট্রাক থামানোর অভিযোগ পাওয়া যায়। যে বা যারাই কোরবানির পশুবাহী ট্রাক থামাবে সঙ্গে সঙ্গে তা স্থানীয় এসপিকে জানালে ব্যবস্থা নেওয়া হবে।’
মন্ত্রী বলেন, ‘সারা দেশে চার হাজার ৩৯৯টি কোরবানির পশুর হাট বসবে। পশুবাহী ট্রাক যাতে ঠিকমতো শহরে ঢুকতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পশুর হাটগুলোর নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে, সড়ক-মহাসড়কে কোনো হাট বসানো যাবে না। পশুর হাটে হাসিলের সাইনবোর্ড দৃশ্যমান রাখতে হবে।’
ছুটি একদিন বাড়ানোর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের ছুটি একদিন বাড়ানোর যে সুপারিশ করেছিল তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। আমরা মনে করি এ প্রস্তাব যৌক্তিক।’