দুদক মহাপরিচালকের ব্যক্তিগত সহকারীসহ চারজন রিমান্ডে
ঘুষ নেওয়ার সময় গ্রেপ্তার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালকের (মানিলন্ডারিং শাখা) একান্ত সহকারী (পিএ) গৌতম ভট্টাচার্যসহ চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ শনিবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবীর এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া অন্যান্য আসামিরা হলেন– চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল মো. এসকেন আলী খান, হাবিবুর রহমান ও পরিতোষ মণ্ডল।
ঢাকার চিফ মেট্রাপলিটন ম্যাজিস্ট্রট আদালতে আজ শনিবার মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের হাজির করে ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
নথি থেকে জানা গেছে, গত শুক্রবার মতিঝিলের একটি হোটেল থেকে আসামিদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে মিষ্টির চারটি প্যাকেট, নগদ দেড় লাখ টাকা, চারটি মোবাইল ফোন, দুদকের মনোগ্রাম দেওয়া খাকি রঙের একটি খাম ও দুদকের একটি নোটিশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা করা হয়।