চট্টগ্রামে অবৈধ আইপি টিভি বন্ধ করল প্রশাসন
চট্টগ্রামে এক বিশেষ অভিযান চালিয়ে বেশ কয়েকটি অবৈধ আইপি টিভি ও অনলাইন চ্যানেল বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। গতকাল রোববার (২৫ জুন) দুপুরে নগরীর ওয়াসা মোড়ের সি প্লাস টিভির কার্যালয় থেকে এই অভিযান শুরু করা হয়। পরে সি ভিশনসহ আরও কয়েকটি চ্যানেলের অফিসে অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহেসান মুরাদ জানান, এসব অনলাইন চ্যানেলগুলো দীর্ঘদিন অবৈধভাবে আইন কানুনের তোয়াক্কা না করে সংবাদ ও বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রচার করে আসছিল। তথ্য মন্ত্রণালয় থেকে একাধিকবার প্রজ্ঞাপন জারি করে তাদের অবৈধ কার্যক্রম বন্ধের আহ্বান জানালেও তারা এসব নির্দেশনা মানেনি। ফলে আজ চূড়ান্তভাবে অভিযান চালিয়ে যন্ত্রাংশ জব্দ করার পাশাপাশি অফিস সিলগালা করাসহ অবৈধ চ্যানেলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসন জানায়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ (২০২০ সালে সংশোধিত) এ বর্ণিত নির্দেশনা লঙ্ঘন করে এবং জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ অমান্য করে গড়ে ওঠা ‘সি প্লাস টিভি, সি ভিশন, দৈনিক অর্থনীতি, 24 টিভি, এসবি টিভিসহ বেশ কিছু অবৈধ অনলাইন টিভি চ্যানেলের কার্যালয়ে অভিযান চালানো হয়। এসব অনলাইন টিভির কোনো নিবন্ধন নেই। তারা পোর্টাল-ব্লগের তথ্য-উপাত্ত, কনটেন্ট প্রচার, প্রকাশ ও সম্প্রচারের ক্ষেত্রে দি সেন্সরশিপ অব ফিল্মস আইন ১৯৬৩, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১, কপিরাইট, ট্রেডমার্কস, প্যাটেন্টস ডিজাইনসহ দেশের প্রচলিত সংশ্লিষ্ট আইন-বিধি লঙ্ঘন করে আসছে।
অনিবন্ধিত আইপিটিভি, ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কৌশলে সংবাদ প্রচারের অভিযোগ রয়েছে। ইতোমধ্যে এ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। চট্টগ্রামের অবৈধ ও অনিবন্ধিত অনলাইন টিভি-চ্যানেলগুলো বন্ধ করতে মহানগর ও উপজেলার অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া, 24 টিভি কার্যালয়ে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীসা। তিনি বলেন, ‘অনুমোদনবিহীন প্রতিষ্ঠানটির কার্যালয় থেকে বিপুল ভেজাল মশলা, ভোজ্যতেল, হেয়ার অয়েল ও মধু পাওয়া যায়। বিএসটিআইয়ের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হবে।’