মুন্সীগঞ্জে নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মুন্সীগঞ্জে নানা আয়োজনে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। আজ সোমবার (৩ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে আলোচনাসভা ও কেক কেটে এনটিভির ২১ বছরে পদার্পণ উদযাপন করা হয়। এতে অংশ নেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্তকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, সংগঠক, তৃতীয় লিঙ্গের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় অতিথিরা এনটিভির সত্য ও সাহসী সংবাদ প্রকাশের দীর্ঘ পথচলার বিভিন্ন দিক তুলে ধরেন। টেলিভিশনের নীতিনির্ধারক-সংবাদকর্মীসহ কলাকৌশলদের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে নিরপেক্ষা ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারা বজায় রাখার তাগিদ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট মঈনউদ্দিন সুমনের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকার সঞ্চালনায় উপস্থিত ছিলেন—প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই হাসান তুহিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুজন হায়দার জনি, প্রেসক্লাবের সহসভাপতি গোলজার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নূপুর, পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা রানু, কাউন্সিলর মকবুল হোসেন, মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার, জেলার তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের নেতা পিংকি হিজড়া, নাট্যকার নির্দেশক জাহাঙ্গীর আলম ঢালী, ক্রীড়া সংগঠক আয়নাল হক স্বপন, ব্যবসায়ী গাজী আশরাফুল আলম লিটন, শিক্ষক নেতা জাকির হোসেন লিটন, যুবলীগনেতা মালেকুন মাকসুদ বিপুল, সাংবাদিক আতিকুর রহমান টিপু, মো. আব্দুস সালাম, সুমন ইসলাম, শেখ মোহাম্মদ রতন, হাসান জুয়েল, জুয়েল রানা, জিতু রায়, সুমিত সরকার সুমন, সিহাব আহমেদ, আরাফাত রায়হান সাকিব, নাজির হোসেন জাহাঙ্গীর আলম, সাকিব আহমেদ বাপ্পি, ফটো সাংবাদিক মো. রিয়াদ, রাহিদ প্রমুখ।