কংস নদে নৌকাডুবিতে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার
নেত্রকোনার দুর্গাপুরে কংস নদ পারাপারের সময় নৌকাডুবিতে নিখোঁজ সেই দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিখোঁজ তিনজনেরই মরদেহ উদ্ধার হলো।
আজ শুক্রবার (৭ জুলাই) সকালের দিকে উদ্ধার করা মরদেহের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হচ্ছেন, দুর্গাপুরের ঢেওটুকুন গ্রামের আবু সিদ্দিকের ছেলে স্বপন মিয়া (২৫) ও পূর্বধলার সাফের উদ্দিনের ছেলে সোহেল মিয়া (২৫)।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান জানান, আজ সকাল ১১টার দিকে ঘটনাস্থলের পাশ থেকে সোহেল মিয়ার মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। অপর দিকে স্বপন মিয়ার মরদেহটি জেলার বারহাট্টা উপজেলার ফকির বাজার এলাকায় কংস নদে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। এরপর নিহত দুজনের স্বজনরা মরদেহ শনাক্ত করলের তাদের কাছে মরদেহ দুটি হস্তান্তর করা হয়।
ইউএনও আরও জানান, নিহত তিনজনের মরদেহ দাফন-কাফনের জন্য প্রত্যেক পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
গত বুধবার সন্ধ্যায় দিকে দুর্গাপুর উপজেলার কংস নদের জামধলা এলাকায় মুচারবাড়ি ফেরিঘাটে এই নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় নৌকাটিতে থাকা ২৩ যাত্রীর মধ্যে ২০ জনকে স্থানীয়রা উদ্ধার করে। এ সময় নিখোঁজ হন তিন যাত্রী।