নার্সারির মালি হত্যায় দুজনের মৃত্যুদণ্ড
রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকার নার্সারির মালি আবুল হোসেনকে হত্যা মামলায় দুজনকে ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ রোববার (৯ জুলাই) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক এম আলী আহমেদের আদালত এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন—নার্সারি মালিক মুস্তাফিজুর রহমান ওরফে লিটন এবং মালি আনোয়ার হোসেন ওরফে আনারুল। তারা পলাতক রয়েছেন।
নথি থেকে জানা গেছে, আবু তাহের আসামি মুস্তাফিজুর রহমানের সঙ্গে বিমান বাহিনীর কুর্মিটোলায় ২২২ এম ইউ সংলগ্ন জায়গায় জমি লিজ নিয়ে একটি নার্সারি করেন। মুস্তাফিজুর রহমান নার্সারির কর্মচারীদের নিয়োগ, বদলি, বেতন এবং সবকিছু দেখাশোনা করতেন। ২০০১ সালের ৫ সেপ্টেম্বর সকাল পৌনে ৯টার দিকে মুস্তাফিজুর রহমান হেড মালি আবুল হোসেনকে নার্সারিতে গিয়ে দেখতে পান না। অন্যান্য মালিদের কাছে আবুল হোসেনের কথা জিজ্ঞাসা করেন।
তারা জানায়, আবুল হোসেন তার আত্মীয়কে দেখার জন্য হাসপাতালে গেছেন। এর দুদিন পর ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টার দিকে আবুল হোসেনের মৃতদেহ এম ইউ বিল্ডিংয়ের অফিসের পিছনে ম্যানহলের মধ্যে পাওয়া যায়। আবু তাহের সেখানে পৌঁছানোর আগে মুস্তাফিজুর রহমান নার্সারি থেকে পালিয়ে যান। নার্সারির অপর দুই মালি রবিউল ও আনোয়ারকে বিমান বাহিনীর লোক জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।
এ ঘটনায় আবু তাহের ৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে ওই বছরের ১১ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।