নিষিদ্ধ কীটনাশক উৎপাদনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা
পাবনায় নিষিদ্ধ কীটনাশক উৎপাদন ও প্রতারণার অভিযোগে একটি কারখানাকে আর্থিক জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার (১২ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে পাবনা বিসিক শিল্প নগরীতে অবস্থিত লিমন অ্যাগ্রো নামে একটি কারখানায় অভিযান চালানো হয়। এ সময় ওই কারখানায় নিষিদ্ধ কার্বোফুরান কীটনাশক উৎপাদন ও উৎপাদিত পণ্যে অন্য স্থানের ঠিকানা ব্যবহার করায় ওই কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবণী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খালেদীন আনামসহ অনেকে।