শরীয়তপুরে নির্বাচন কর্মকর্তাকে হামলাচেষ্টা, থানায় অভিযোগ
শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা থানায় অভিযোগ করেছেন। তাতে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মীদের বিরুদ্ধে তাঁর ওপর হামলাচেষ্টার অভিযোগ করা হয়েছে। আজ বুধবার (১২ জুলাই) গোসাইরহাট থানায় এই লিখিত অভিযোগ করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম।
ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় গোসাইরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের চাকলা সেতু এলাকায় স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী জিয়াউর রহমান জমাদ্দারের কর্মীরা নির্বাচনি প্রচারণা করতে গেলে নৌকা প্রতীকের প্রার্থী জাকির হোসেন দুলালের কর্মীরা বাধা দিয়ে তাদের পাঠিয়ে দেন এবং সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখান। এমন অভিযোগের ভিত্তিতে গতকালই ঘটনাস্থলে যান উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জাহিদুল ইসলাম। এ সময় নাগেরপাড়া নুর জামাল ঘরামি, দিদার, ইদিলপুরের রহিম আকনসহ বহিরাগত কিছু লোক তাঁর ওপর হামলার চেষ্টা করেন। পরে গোসাইরহাট থানায় ফোন করে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহিদুল ইসলামকে উদ্ধার করেন। এ ঘটনায় আজ গোসাইরহাট থানায় লিখিত অভিযোগ করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম। তবে বহিরাগতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে পুলিশ।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান জমাদ্দার বলেন, ‘গোসাইরহাট পৌরসভা নির্বাচনের শুরু থেকেই আমার কম্পিউটার প্রতীকের কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখিয়ে আসছে নৌকা প্রতীকের কর্মীরা। এ জন্য আমার প্রচারণায় বিঘ্ন ঘটছে। আমি নির্বাচনের শেষ পর্যন্ত লড়ে যাব।’
নৌকা প্রতীকের প্রার্থী জাকির হোসেন দুলাল বলেন, ‘ওই ঘটনায় আমার কোনো কর্মী ছিল না, নারিকেলগাছ প্রতীকের কর্মীরা নৌকার ব্যাজ লাগিয়ে এমন কাজ করেছে।’
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম শিকদার বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থাগ্রহণ করব।’
গোসাইরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘নির্বাচনের প্রচারণায় বাধা সৃষ্টির অভিযোগে ঘটনাস্থলে যাই। তখন কিছু বহিরাগত লোক নৌকা প্রতীকের ব্যাজ লাগানো অবস্থায় আমার ওপর হামলার চেষ্টা করে। পায়ের উপর দিয়ে মোটরসাইকেল উঠিয়ে দেয়। আমি সঙ্গে সঙ্গে গোসাইরহাট থানাকে জানালে ওসি সাহেব কয়েকজন পুলিশ সদস্য সঙ্গে নিয়ে এসে আমাকে উদ্ধার করেন। পরে কয়েকজনের নাম উল্লেখ করে আজ থানায় অভিযোগ করি।’