ভৈরবে হামলায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মানববন্ধন
কিশোরগঞ্জের ভৈরবে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন বঙ্গবন্ধু সরণি ও দুর্জয়মোড় এলাকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কমলপুর বাসস্ট্যান্ড সংলগ্ন দুর্জয় মোড় এলাকায় এই মানববন্ধন করা হয়।
পরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রতিকার চেয়ে স্থানীয় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি বরাবর একটি স্মারকলিপি দেন। যার অনুলিপি দেন স্থানীয় সংসদ সদস্য, সচিব-বাণিজ্য মন্ত্রণালয়, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়র বরাবরও।
মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপিতে ব্যবসায়ীরা জানান, সম্প্রতি ভৈরবপুর মধ্যপাড়া ও দক্ষিণপাড়া এলাকার কিছু উচ্ছৃঙ্খল কিশোর-যুবক তুচ্ছ ঘটনায় সংঘর্ষে লিপ্ত হয়। আর এই সংঘর্ষ চলাকালে তারা বঙ্গবন্ধু সরণি ও দুর্জয় মোড়ের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলেও স্থানীয় প্রশাসন এর সুষ্ঠু বিচার বা প্রতিকারের কোনো উদ্যোগ গ্রহণ করেনি। ফলে এক শ্রেণির লুটেরা সংঘর্ষের সুযোগে ভাঙচুর আর লুটপাট করে ফায়দা লুটছে। এতে ক্ষতিগ্রস্ত আর নিঃস্ব হচ্ছেন নিরীহ ব্যবসায়ীরা। যাদের কোনো পক্ষের বিরোধের সঙ্গে কোনোই সম্পর্ক নেই। এমন কি এসব ব্যবসায়ীর বেশিরভাগের বাড়ি ভিন্ন ভিন্ন এলাকায়।
সর্বশেষ গত ৬ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে একই এলাকার দুই পক্ষের সংঘর্ষ চলাকালে বঙ্গবন্ধু সরণি ও দুর্জয় মোড়ের ২০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এতে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
ঘণ্টাব্যাপী চলা মানবন্ধনে বক্তব্য দেন ব্যবসায়ী আলামীন, ইসলাম উদ্দিন, মঞ্জু মিয়া, উজ্জ্বল মিয়া, হোসাইন প্রমুখ।
মানববন্ধন চলাকালে দুর্জয় মোড় থেকে মুক্তিযোদ্ধা চত্বর পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়ে যাত্রী সাধারণ।