নারায়ণগঞ্জের পুলিশ-বিএনপি সংঘর্ষ, সাখাওয়াতসহ গ্রেপ্তার ৫
নারায়ণগঞ্জে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা সিলেট মহাসড়কের সিমরাইলের ডাচ-বাংলা মোড়ে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ হয়েছে। শনিবার দুপুর ১২টায় এই ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।
ডাচ-বাংলা মোড়ে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তখন পুলিশ রাবার বুলেট ও টিয়ার গ্যাসের সেল নিক্ষেপ করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে বিএনপির নেতাকর্মীরাও ইটপাটকেল নিক্ষেপ করে।
একপর্যায়ে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ পাঁচ জনকে গ্রেপ্তার করলে বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় পুলিশসহ আহত হয় অন্তত ৬০ জন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজেদুল ইসলাম বলেন, বিএনপির কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ অতর্কিতভাবে হামলা ও গুলি চালায় এবং মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ বেশ কয়েক নেতাকর্মীকে গ্রেপ্তার করে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, বিএনপির নেতাকর্মীরা মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তখন পুলিশকে ইট পাটকেল নিক্ষেপ করে তারা। পুলিশ ও রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বেশ কয়েকজনকে আটক করা হয়। আহত হয় বেশ কয়েকজন পুলিশ।