রাজধানীর মেট্রো শপিং মলে দুই কোটি টাকার স্বর্ণালঙ্কার চুরি
রাজধানীর ধানমণ্ডিতে মেট্রো শপিং মলের ট্রাস্ট ডায়মন্ড নামে একটি দোকান থেকে হীরা ও স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। আজ রোববার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন দোকানটির ম্যানেজার।
আজ পৌনে ১২টার দিকে ম্যানেজার মো. জীবন এনটিভি অনলাইনের কাছে দাবি করেন, তাদের দোকান থেকে দুই কোটির বেশি টাকার স্বর্ণ ও ডায়মন্ড চুরি হয়েছে।
মো. জীবন বলেন, ‘আজ সকাল ১০টায় যথারীতি শপিং মল খোলা হয়। সেই সময় কয়েকজন চোর ভেতরে ঢুকে পড়ে। তখনও শপিং মলের দোকানপাট খোলা হয়নি সেভাবে। ১০টায় শপিং মল খুললেও অধিকাংশ দোকান খুলতে খুলতে প্রায় সাড়ে ১০টা বেজে যায়। চোরেরা এই সুযোগটাই নিয়েছে। তারা আমাদের দোকানে এসে প্রথমে তালা ভেঙেছে। তারপর ভেতরে ঢুকে দুই কোটি টাকারও বেশি স্বর্ণ ও ডায়মন্ড নিয়ে পালিয়ে যায়।’
জীবন বলেন, ‘আমরা পুলিশকে খবর দিয়েছি। পুলিশ কেবল ঘটনাস্থলে এসে পৌঁছেছে। আমরা মার্কেটে সিসি ক্যামেরা দেখেছি। পুলিশকেও দেখাব। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।’