কিশোরগঞ্জে হাওরে নিখোঁজ অন্তর চক্রবর্তীর মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে বেড়াতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ যুব ইউনিয়নের কেন্দ্রীয় নেতা অন্তর চক্রবর্তীর মরদেহ ৪২ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আজ রোববার (১৩ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে রাষ্ট্রপতি আবদুল হামিদ সেনানিবাসের পশ্চিম প্রান্ত এলাকায় ঘোড়াউত্রা নদী থেকে অন্তর চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কিশোরগঞ্জ স্টেশন অফিসার আবুজর গিফারী বিষয়টি নিশ্চিত করেছেন।
একই নৌকায় থাকা যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খুজিস্থা বেগম জোনাকি জানান, গত শুক্রবার (১১ আগস্ট) দুপুরে আবদুল হামিদ সেনানিবাসের পশ্চিম প্রান্ত এলাকায় ঘোড়াউত্রা নদীতে ইঞ্জিনচালিত নৌকা থেকে পড়ে নিখোঁজ হন অন্তর চক্রবর্তী (৩২)। তিনি ঝালকাঠি জেলার কাঠপট্টি এলাকার উত্তম চক্রবর্তীর ছেলে। ঢাকার মহাখালীর একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
একসঙ্গে ঘুরতে আসা অন্তর চক্রবর্তীর সহকর্মী সুব্রত কুমার দে বলেন, ‘শুক্রবার (১২ আগস্ট) সকালে ঢাকা থেকে ১০ জনের একটি দল কিশোরগঞ্জের হাওর এলাকায় ঘুরতে আসে। তারা নিকলী থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে মিঠামইন অলওয়েদার সড়কে যাওয়ার পথে মিঠামইনে নবনির্মিত সেনানিবাস এলাকা পার হচ্ছিলেন। এ সময় ঘোড়াউত্রা নদীতে নৌকার গলুইয়ে বসা অবস্থায় অন্তর চক্রবর্তী বোতল দিয়ে নদী থেকে পানি নিয়ে গোসল করছিলেন। এ অবস্থায় হঠাৎ তিনি নৌকা থেকে পড়ে নিখোঁজ হন। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ ও ডুবুরি দল গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।’