করোনায় আরও ৪৩ জন আক্রান্ত
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪৫ হাজার ৪০ জন। তবে নতুন করে কারও মৃত্যু হয়নি। তাই মৃতের সংখ্যা আগের মতই ২৯ হাজার ৪৭৬ জন রয়েছে।
আজ সোমবার ( ১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ০৯ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় ৫২ জন রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১২ হাজার ১৮২ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৩৮ জনই ঢাকার বাসিন্দা। এর বাইরে সিরাজগঞ্জ ও সিলেটে দুই জন করে এবং জয়পুরহাটে এক জন কোভিড রোগী শনাক্ত হয়েছে।