অগ্নিবীণার তিন বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ
ময়মনসিংহ জংশন স্টেশন থেকে ছেড়ে যাওয়া অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেন ঢাকার পথে লাইনচ্যুত হয়েছে। আজ রোববার (২০ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে ত্রিশালের ফাতেমা নগর স্টেশন পার হতেই এই দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ রয়েছে। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ময়মনসিংহ রেলওয়ে জংশনের স্টেশন সুপার এস এম নাজমুল হক খান বলেন, ‘জামালপুর থেকে ছেড়ে আসা অগ্নিবীণা ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে রাত ৮ টা সাত মিনিটে ছেড়ে যায়। ত্রিশালের ফাতেমা নগর স্টেশন থেকে ঢাকার পথে কিছুদূর এগোতেই ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ জংশনে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ বলেন, ‘ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হলেও কোনো হতাহত হয়নি। ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।’
ময়মনসিংহ লোকোসেডের ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, ‘ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে রওনা হয়েছে। উদ্ধারকাজ সম্পন্ন করতে চার থেকে পাঁচ ঘণ্টা লাগতে পারে। এরপরই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’