হবিগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনায় মামলা
হবিগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগনকে প্রধান আসামি করে ৮৭ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। একই মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত দেড় শতাধিককে। আজ দুপুরে (২৬ আগস্ট) সদর থানায় মামলাটি করেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী।
মামলায় বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দলবদ্ধ হয়ে বিস্ফোরণ ঘটিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত এবং গুরুতর জখম করার অভিযোগ আনা হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২০ আগস্ট হবিগঞ্জে বিএনপি-আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হন। ওই দিন স্থানীয়রা জানিয়েছিলেন, ২০ আগস্ট বিকেলে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনার প্রতিবাদে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শায়েস্তানগর ট্রাফিক পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসার পর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে।
ওই সময় হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রদল সভাপতি মহিবুল ইসলাম শাহীন দাবি করেন, কোনো কারণ ছাড়াই আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির কার্যালয় ও জি কে গউছের বাসভবনে হামলা চলায়। খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা প্রতিহত করে। পাল্টা অভিযোগ করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী বলেছিলেন, আওয়ামী লীগের শান্তিপূর্ণ মিছিলে বিএনপির নেতাকর্মীরা অর্তকিত হামলার করে। এতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আহত হয়েছেন। এর জের ধরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে।