বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের
মধ্যরাতে দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে পুরান ঢাকার নাজিরাবাজারে গিয়েছিলেন ১৭ বছর বয়সী রাসেল। উদ্দেশ্য ছিল বিরিয়ারি খাওয়া। বিরিয়ানি খেয়ে মিরপুরে ফিরছিলেন ওই তিন যুবক। তারা গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নিহত হন রাসেল। আহত হন মোটরসাইকেলে থাকা তার দুই বন্ধু মানিক (১৯) ও এনামুল (২৩)।
আজ বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বাচ্চু মিয়া বলেন, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসকেরা রাসেলকে মৃত ঘোষণা করেন। আহত মানিকের অবস্থা গুরুতর। তবে, এনামুল আশঙ্কামুক্ত রয়েছেন।
রাসেলদের সঙ্গে ছিল আরেকটি মোটরসাইকেল। ওই মোটরসাইকেলে থাকা শাহ আলী ইমন জানান, তারা মিরপুর পল্লবী বাউনিয়াবাঁধের লালমাটিয়া এলাকায় থাকেন। এলাকাতে তাদের মোটর মেকানিকের দোকান রয়েছে। রাসেল নিজেও মোটর মেকানিক। রাতে তারা দুটি মোটরসাইকেল নিয়ে পুরান ঢাকার নাজিরাবাজারে বিরিয়ানি খেতে যান।
খাওয়া শেষে আবার মোটরসাইকেল নিয়ে মিরপুর ফিরছিলেন। একটি মোটরসাইকেল চালাচ্ছিলেন রাসেল। তার পেছনে বসা ছিল মানিক ও এনামুল। জিরো পয়েন্ট মোড় অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ব্রেক না করে মোটরসাইকেলের ওপরে তুলে দেয়। এতে রাসেলসহ তিনজন গুরুতর আহত হন। দ্রুতই তাদের তিনজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
ইমন বলেন, ‘লালমাটিয়া এলাকায় থাকা রাসেলের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায়। তার বাবার নাম মো. সিরাজ।’