চট্টগ্রামে মাদক কারবারির ১৪ বছর কারাদণ্ড
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়া মো. মাহবুবুল আলম নামে একজনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ড. আজিজ আহমেদ ভূঁঞা এ রায় দেন।
কারাদণ্ডপ্রাপ্ত মাহবুবুল আলমের বাড়ি সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশা বলির পাড়া এলাকায়। রায় ঘোষণার সময় আসামি মাহবুবুল আলম আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্র জানায়, ২০১৯ সালে ২৯ সেপ্টেম্বর সাতকানিয়ায় মাহবুবুল আলমের বসতবাড়ি থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাহবুবুলকে আটকের পর মামলা করে পুলিশ। ২০১৯ সালের ১৪ নভেম্বর এ মামলার একমাত্র আসামি মাহবুবুলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘মামলাটির বিচারিক প্রক্রিয়ায় পাঁচজনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮এর ৩৬(১) টেবিলের ১৪(গ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ১৪ বছরের সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।’