নাশকতার মামলা : বিএনপির সাবেক দুই সংসদ সদস্যসহ ১৫ জনের কারাদণ্ড
রাজধানীর ভাটার থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির সাবেক দুই সংসদ সদস্যসহ ১৫ জনকে পৃথক দুটি ধারায় দুই বছর করে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরদের অন্যতম হলেন–বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান, কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আহসান হাবিব লিংকন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান, বিএনপি নেতা বেলাল আহমেদ, মনিরুল হক, নিশান মিয়া, মাহমুদুল হাসান, তৌহিদুল ইসলাম, জিয়াউল ওরফে জুয়েল, মোজাম্মেল হক, মাসুদ রানা, আরিফ, আবদুর রাজ্জাক ও দিদারুল। আপরদিকে খালাস পাওয়া চারজন হলেন কফিল উদ্দিন, দ্বীন ইসলাম, মামুন ও আমিনুল ইসলাম।
আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মোহাম্মদ সিরাজ এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারক রায়ে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দুই বছর কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন। এ ছাড়া জরিমানা দিতে ব্যর্থ হলে আরও এক মাস কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন। অগ্নিসংযোগ করে ক্ষতি সাধনের অভিযোগে আরও দুই বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে তাদের আরও এক মাসের কারাদণ্ড ভোগের নির্দেশ দিয়েছেন। দুই ধারার সাজা এক সঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
পেশকার আরও বলেন, রায়ের সময় আমিনুল ইসলাম ও আব্দুর রাজ্জাক আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে আব্দুর রাজ্জাককে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। অপরদিকে দণ্ডিত ১৪ আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
নথি থেকে জানা গেছে, আট বছর আগে রাজধানীর ভাটারা থানায় নাশকতার অভিযোগে এই মামলা করে পুলিশ। পরে পুলিশ তদন্ত শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান, কুষ্টিয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আহসান হাবিব লিংকনসহ ১৯ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রের পরে এই আদালতে মামলাটি বিচারের জন্য আসে। সাক্ষ্যগ্রহণ শেষে আজ মামলার রায় ঘোষণা হলো।