টিআইবির কার্যক্রমে ইউএসএআইডি ও যুক্তরাজ্য সরকারের যৌথ সহায়তার অভিষেক
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এবং যুক্তরাজ্য সরকারের পক্ষে বাংলাদেশস্থ বৃটিশ হাইকমিশনের যৌথভাবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যক্রমে সহায়তার অভিষেক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) বাংলাদেশে বৃটিশ হাইকমিশন ওই যৌথ সহায়তা কার্যক্রমের অভিষেকের আয়োজন করে। টিআইবির মূল প্রকল্প ‘পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন : টুয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড একাউন্টেবিলিটি (প্যাক্টা)’ বাস্তবায়নে ইউএসএআইডি ও যুক্তরাজ্য সরকার যৌথভাবে সহায়তা প্রদান করছে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিস সারা কুক, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, ইউএসএআইডি মিশন ডিরেক্টর রিড অ্যাশলিম্যান, ব্রিটিশ হাইকমিশনের গর্ভনেন্স অ্যান্ড পলিটিক্যাল ইউনিটের টিম লিডার মি টিমোথি ডাকেট প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, বাংলাদেশ সরকার অনুমোদিত প্রকল্পটি বাস্তবায়নে ইউএসএআইডি ও যুক্তরাজ্য ছাড়াও সুইজারল্যান্ডের সুইস ডেভলপমেন্ট কোঅপারেশন এজেন্সি (এসডিসি), দ্য অ্যাম্বাসি অব সুইডেন ও দ্য কিংডম অব দ্য নেদারল্যান্ডস যৌথভাবে টিআইবিকে সহায়তা প্রদান করছে।
অনুষ্ঠানে বাংলাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অগ্রযাত্রাকে আরও বেগবান করার মাধ্যমে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় টিআইবির চলমান প্রচেষ্টার অংশীজন হতে পেরে ইউএসএআইডি ও ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেন।