নির্বাচন সামনে রেখে সন্ত্রাসবাদ বরদাশত করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো প্রকার উগ্রবাদ, সন্ত্রাসবাদ বরদাস্ত করা হবে না। ২০১৪ সালের মতো আগুন সন্ত্রাসের চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে।
আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে মাগুরায় বিভিন্ন কর্মসূচিতে যোগদান করতে এসে এ কথা বলেন মন্ত্রী। এ সময় স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কিংবা রাজনৈতিক কারণে নয়, বরং পুলিশের স্বাভাবিক কর্মকাণ্ডের অংশ হিসেবেই কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ মাগুরা পুলিশ সুপারের কার্যালয় ও বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন এবং বিকেলে জেলা আওয়ামী লীগ আয়োজিত শহরের নোমানী ময়দানে উন্নয়ন জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
এর আগে হেলিকপ্টার যোগে মাগুরা স্টেডিয়ামে অবতরণের পর স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় প্রশাসন, রাজনীতিবিদ ও পুলিশের কর্মকর্তারা।