গাজীপুরে কলোনিতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
গাজীপুর চান্দনা চৌরাস্তার বশির সড়ক এলাকার একটি টিনশেডের কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে লাগা আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, সন্ধ্যায় এলজিইডি ভবনের পাশে অ্যাডভোকেট মারুফ ইসলাম রুবেলের টিনশেডের কলোনিতে আগুন লাগে। প্রথমে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে, এলাকাটি ঘনবসতি হওয়ায় মুহূর্তের মধ্যে আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে।
পরে, খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। কলোনিটিতে শতাধিক ঘর রয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘আমাদের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলমান রয়েছে। এখনও আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’