কুষ্টিয়ায় এনটিভির প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীদের ওপর হামলায় মামলা
কুষ্টিয়ায় এনটিভির প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীসহ ছয় গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় তালবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডলকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) দিনগত রাতে নিউজ টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রতিদিনের কুষ্টিয়া প্রতিনিধি জাহিদুজ্জামান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং ৪৩।
মামলায় চেয়ারম্যান আব্দুল হান্নান মন্ডল ছাড়াও শামীম, টিক্কা ও সজিব নামে তিনজন এবং অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অতি দ্রুত আসামিদের গ্রেপ্তারসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মামলার প্রধান আসামি আব্দুল হান্নান মন্ডলের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার তার মোবাইল ফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।
এ হামলার প্রতিবাদে আজ শনিবার (২১ অক্টোবর) বেলা ১১টায় কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু চত্ত্বরে মানববন্ধন করে কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।
গতকাল শুক্রবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার পদ্মা নদীতে অবৈধভাবে বালু তোলার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন এনটিভির প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী ও ক্যামেরাপারসন আসিফুজ্জামানসহ ছয় গণমাধ্যমকর্মী। তাদের মধ্যে ছিলেন—বাংলাভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, চ্যানেল টোয়েন্টি ফোরের বিশেষ প্রতিনিধি শরীফ বিশ্বাস, নিউজ টুয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান।
এই গণমাধ্যমকর্মীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে ক্যামেরা ও মুঠোফোন। তাদেরকে দেওয়া হয়েছে হত্যার হুমকি এবং অপহরণের চেষ্টা চালানো হয়েছে। ভুক্তভোগীদের ওপর হামলার ফুটেজ এনটিভির দপ্তরে সংরক্ষিত আছে।