ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের ট্রেন চলাচল বন্ধ
কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনার পর ঢাকা–চট্টগ্রাম, ঢাকা–সিলেট ও ঢাকা–কিশোরগঞ্জ—এই তিন পথে পাঁচ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ আছে। আজ সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৩টা ৫০ মিনিটে যাত্রীবাহী এগারসিন্দুর ট্রেনকে পেছন থেকে মালবাহী একটি ট্রেন ধাক্কা দিলে যাত্রীবাহী ট্রেনের দুটি বগি উল্টে যায়। এরপর বন্ধ হয়ে যায় রেল চলাচল।
রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মো. সফিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধার তৎপরতা চলছে।
দুর্ঘটনা তদন্তে ইতিমধ্যে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট শহীদুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। চার সদস্যবিশিষ্ট অপর তদন্ত কমিটির নেতৃত্বে আছেন ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা।